Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-03-19T10:32:13Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে গাড়ির আসনে জাতীয় পতাকা লাগিয়ে অবমাননা!

বিজ্ঞাপন

জিভি২৪ নিউজঃ বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশাসহ বেশ কয়েকটি পরিবহণে স্বাধীনতার মাসে জাতীয় পতাকা দিয়ে আসন তৈরি করে ধৃষ্টতার পরিচয় দিয়েছেন মালিক ও চালকরা। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটি অটোরিকশায় রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজ পতাকার আদলে যাত্রীদের আসন ও পেছনের কভার তৈরি করে গত কয়েকদিন ধরে সার্ভিস দিতে দেখা গেছে। তবে এসব ধৃষ্টতার ক্ষেত্রে প্রশাসনের নিষ্ক্রিয়তাকেই দায়ী করেছেন সচেতন নাগরিকরা।

জাতীয় পতাকা ব্যবহারের বিধিমালা অনুযায়ী, এ ধরনের কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। বিধিমালায় যে কেউ ইচ্ছেমতো গাড়িতে পতাকা ব্যবহার করতে পারবেন না। কোনো অবস্থায় গাড়ি, রেল কিংবা নৌকার খোলে, উপরিভাগে বা পেছনে পতাকা ওড়ানো যাবে না। জাতীয় পতাকার অবমাননা হবে- এমন কোনো স্থানেও তা রাখা যাবে না। বিধি অনুসারে, এসব পরিবহন পতাকা দিয়ে কভার তৈরি করে গুরুতর অপরাধ করেছে। এক্ষেত্রে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। এছাড়া জাতীয় পতাকার অবমাননা রাষ্ট্রদ্রোহিতার সামিল অপরাধ।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পৌরশহরের কিচেন মার্কেটের সামনে একটি সিএনজি অটোরিকশার (সিলেট- থ : ১২-১১৭০) চালক ও যাত্রীর আসনের কভার জাতীয় পতাকা দিয়ে ঢাকা অবস্থায় দেখা গেছে। এসময় এ প্রতিবেদক ওই অটোরিকশা চালককে গাড়ির সিটে জাতীয় পতাকা লাগানো কেন এমন প্রশ্ন করলে সে শুউত্তর দিতে পারেনি। পরে প্রতিবেদক তার নাম-ঠিকানা জানতে চাইলে সে দ্রুত গাড়িয়ে নিয়ে পালিয়ে যায়।

এসময় পাশেই থাকা সাহেল নামের আরেক সিএনজি অটোরিকশা চালক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘ সত্যিই আমরা বলদ। এ কারণে নিজের দেশের পতাকাকে যথাযথ সম্মান দিতে জানি না।’ তিনি আরও বলেন, ‘শুধু এই সিএনজি নয়, আমাদের বিয়ানীবাজারে এরকম আরো কয়েকটি সিএনজি চলাচল করছে যেগুলোতে চালক ও যাত্রীদের আসনে জাতীয় পতাকার আদলে কাভার লাগানো হয়েছে।’
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ