বিজ্ঞাপন
জিভি২৪ নিউজঃ সিলেটে প্রথম করোনা ভাইরাস সাসপেক্ট(সন্দেহে) লন্ডন ফেরত এক নারী মারা গেছেন। সিলেটের শহীদ সামসুদ্দিন হাসপাতালে শনিবার দিবাগত রাত সাড়ে তিনটায় চিকিৎসাধীন অবস্থায় ঐ নারী (৬১) মারা যান। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আইসোলেশনে থাকা অবস্থায় মৃত্যুবরণকারী লন্ডন ফেরত ঐ নারীকে চির নিদ্রায় শায়িত হয়েছেন সিলেটের মানিক পিরের টিলায়।
আজ ২২ মার্চ রোববার দুপুর ১২টার পরে লাশ দাফনের জন্য সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে মানিক পীরের টিলায় নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তার দাফন সম্পন্ন করা হয়।
মানিক পিরের টিলাতে দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের পরিবারের সদস্য আতাবুর রহমান।
এদিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মারা যাওয়া নারীকে সংক্রমণ বিধি অনুযায়ী দাফন করা হবে বলে জানিয়েছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইউনুছুর রহমান।
রোববার (২২ মার্চ) সকালে তিনি এই তথ্য জানান। এরআগে ভোররাত ৩টার দিকে করোনা সন্দেহে আইসোলেশনে থাকা এই লন্ডন ফেরত নারীর মৃত্যু হয়।