Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-03-16T05:30:50Z
সিলেট

সিলেট প্রবাসী অধ্যাষিত অঞ্চল, করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি

বিজ্ঞাপন


জিভি২৪ ডেস্ক : প্রবাসী অধ্যাষিত অঞ্চল সিলেটে। এ অঞ্চলের বেশীরভাগ মানুষই বিশ্বের বিভিন্ন দেশে বসসাব করছেন। প্রতিদিনই বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষজন সিলেটে আসছেন। তাই সিলেটের মানুষদের প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশী। এমনটাই মনে করছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. মোর্শেদ আহমদ চৌধুরী।

রোববার সকাল ১১টায় সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে গ্যালারী-১ এ অনুষ্ঠিত করোনাভাইরাসের সংক্রমণ, প্রতিকার ও প্রতিরোধ সচেতনতা বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি।

ডা. মোর্শেদ বলেন, সিলেট অঞ্চলে বিদেশীদের আসা যাওয়া বেশী তাই করোনায় আক্রান্তের দিক দিয়ে সিলেট ঝুঁকিপূর্ণ। সেজন্য যারা ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত দেশ থেকে সিলেটে এসেছেন তাদেরকে জনসমাগমে না এসে নিজ নিজ ঘরে অবস্থান করার পরামর্শ দেন তিনি।

ডা. মোর্শেদ আরও বলেন, ‘আমাদের চিকিৎসা ব্যবস্থাপনা অনেক উন্নত আর তাই ভাল চিকিৎসা পেতে এখন আর বিদেশ যাবার প্রয়োজন নেই। বাংলাদেশেই উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছে।’

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ