বিজ্ঞাপন
জিভয়েজ২৪ নিউজঃ বিয়ানীবাজার পৌরশহরের শহীদটিল্লার একটি মার্কেটের তিনটি দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের। শনিবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরশহরের শহীদটিল্লার প্রধান সড়কের পাশের একটি মার্কেটে হঠাৎ আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেন স্থানীয়রা। পরে তাদের দেয়া খবরের ভিত্তিতে বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, অগ্নিকাণ্ডে ওই মার্কেটের মেসার্স সাকিব এন্টারপ্রাইজের গোদামঘরসহ একটি তুলা ও ওয়ার্কশপ দোকানের মালামাল আগুনের পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের দাবি, অগ্নিকান্ডের ঘটনায় তিন দোকানের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স এর ফায়ার লিডার মহরম আলী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরশহরের শহীদটিল্লার প্রধান সড়কের পাশের একটি মার্কেটে হঠাৎ আগুন ও ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখেন স্থানীয়রা। পরে তাদের দেয়া খবরের ভিত্তিতে বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, অগ্নিকাণ্ডে ওই মার্কেটের মেসার্স সাকিব এন্টারপ্রাইজের গোদামঘরসহ একটি তুলা ও ওয়ার্কশপ দোকানের মালামাল আগুনের পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের দাবি, অগ্নিকান্ডের ঘটনায় তিন দোকানের প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স এর ফায়ার লিডার মহরম আলী জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে আমরা ধারণা করছি।