Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-03-26T20:28:22Z
সিলেট

আজকের সর্বশেষ আপডেট রিপোর্টেও সিলেট করোনামুক্ত

বিজ্ঞাপন

জিভি২৪ নিউজঃ সর্বশেষ আসা রিপোর্টেও করোনামুক্ত থাকলো সিলেট। বুধবার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটের যে প্রবাসীর শরীরের প্রয়োজনীয় নমুনা (স্যাম্পল) ঢাকায় পাঠানো হয়েছিল। ঢাকায় জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা শেষে আজ বৃহস্পতিবার তার রিপোর্ট সিলেটে এসেছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওই প্রবাসী করোনায় আক্রান্ত নন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, যুক্তরাজ্যফেরত ওই প্রবাসীকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তিনি করোনাভাইরাসে আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে তার রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা বুধবার আইইডিসিআরে পাঠানো হয়। সেখানে পরীক্ষা শেষে আজ রিপোর্ট মিলেছে। রিপোর্টে তিনি আক্রান্ত নন বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে, যুক্তরাজ্যফেরত ওই পুরুষ ব্যক্তি করোনায় আক্রান্ত না হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে তিনি আপাতত হোম কোয়ারেন্টিনে থাকবেন। কয়েক দিন আগে ওই প্রবাসী দেশে ফিরেন। পরে জ্বর, সর্দি, কাশি থাকায় হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয় তাকে।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ