বিজ্ঞাপন
নিউজ ডেস্কঃ নোভেল করোনা ভাইরাস আতঙ্কে সারাদেশে যখন জনসমাগম নিষিদ্ধ। এমন সময় বিয়ানীবাজারের কুড়ারবাজার আকাখাজনা বায়তুর রহমান জামে মসজিদে এসেছে তাবলিগ জামায়াত। শুক্রবার (২০মার্চ) ১৭ সদস্যের তাবলিগ জামায়াত ওই মসজিদে অবস্থান নেন। সোমবার (২৩ মার্চ) তারা আরো ৩দিন সেখানে অবস্থান করে পাশ্ববর্তী আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামে যাবেন বলে জানিয়েছেন জামায়াতের আমির মাহদী।
করোনা ভাইরাস নিয়ে দেশের এমন সংকটময় মুহূর্তে মসজিদে তাবলিগ জামায়াতের অবস্থান নিয়ে এলাকার লোকজনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন। স্থানীয়রা বলছেন, সরকার যেখানে লোক সমাগম এড়িয়ে চলার নির্দেশনা দিচ্ছে। জনসমাগম এড়াতে মসজিদে ফরজ ব্যতীত অন্যান্য নামাজ আদায় না করার পরামর্শ দিচ্ছে। সেখানে তাবলিগ জামাতের আগমন এলাকায় আতঙ্ক ছড়াচ্ছে।
অনেকেই বলছেন, সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনার প্রাদুভার্ব দেখা দেয়নি। তাবলিগ জামাতের এই দলে সিলেটের বাইরের মানুষ থাকলেও তাদের যদি করোনা তাকে তাহলেও সেটা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ার শংকা রয়েছে। এ বিষয়ে প্রশাসনের জরুরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন দাবি জানান তারা।
এ বিষয়ে কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন, আমি সারাদিন এলাকার বাইরে ছিলাম। তাবলিগ জামায়াতের অবস্থান করার ঘটনাটি জানতে পেরে ওই মসজিদে যাচ্ছি।
এ ব্যাপারে সিলেটের বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ঘটনাটি আমি জানতাম না। শুনার পর এখনই পুলিশ পাঠাচ্ছি।