বিজ্ঞাপন
জিভি২৪ নিউজঃ বকুল দাস।পেশায় চা দোকানি। মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরের কলেজ রোড এলাকার লন্ডন প্লাজার সামনে বসে চা বিক্রি করেন। নিজেকে পরিচয় দেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে।
মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। এবছর শতবর্ষ পূর্ণ হল বঙ্গবন্ধুর। ফলে এবার সারাদেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে দিনটি। প্রিয় নেতার শততম জন্মদিন পালনে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন বকুল দাসও। মঙ্গলবার সারাদিন নিজের দোকানে আসা ক্রেতাদের বিনামূল্যে চা খাইয়েছেন দরিদ্র এই চা দোকানি।
বকুল দাসের চা দোকানে গিয়ে দেখা যায়, লোকজন ভিড় করে চা খাচ্ছেন। তবে এজন্য কোনো টাকা দিতে হচ্ছে না দোকানদারকে।
উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা বকুল দাস বলেন, নিজে গরিব মানুষ বিধায় মানুষের সেবা করার সামর্থ্য নেই। তাই জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে একদিন সবাইকে বিনামূল্যে চা খাওয়ানোর উদ্যোগ নেই। ছাত্রলীগ নেতা তাপসের সহযোগিতায় তা বাস্তবায়ন করতে সক্ষম হই।
জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তাপস দাস বলেন, বকুল দাসের প্রশংসনীয় উদ্যোগে খুশি হয়ে কিছু সহযোগিতা করি। সবধরনের সুবিধা থেকে বঞ্চিত মুজিব আদর্শের সৈনিকরা কিছু পাওয়ার আশা করেন না, মানুষের একটু সেবা করেই তারা তৃপ্তি পান।