বিজ্ঞাপন
সিলেট সদর উপজেলার শাহজালাল বাজার উন্নয়নে সরকারি পাইলিং কাজে বাধা প্রদান ও শ্রমিকদের মারধর করেছে দুর্বৃত্তরা। এতে ৫ শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টায় এ ঘটনা ঘটেছে।
অভিযোগ উঠেছে, দাবিকৃত চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে। এতে আহত হয়েছেন আবদুল কাদির, মনির, সজীব, আল আমিন ও আবদুল বাতির বিলা। আহতরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে আবদুল কাদিরের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সরকার বিভাগের পাইলিং কাজের ঠিকাদার ফাহিমুল ইসলাম ফাহিম বলেন, শাহজালাল বাজার উন্নয়নে এলজিইডি’র ৪ তলা ভবনের কাজের পাইলিং চলছে। স্থানীয় ইউপি মেম্বার মুহিত আলম শফিকসহ অন্যরা এ কাজে চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না পেয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে শফিক মেম্বারের নেতৃত্বে তার লোকজন কাজের সাইটে এসে ফের চাঁদা দাবি করে। অন্যথায় কাজ বন্ধ করার কথা বলে। শ্রমিকরা কাজ বন্ধ না করলে শফিক মেম্বারের লোকজন অতর্কিত হামলা চালিয়ে ৫ শ্রমিককে আহত করে। শ্রমিকদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে শফিক মেম্বার ও তার লোকজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, ঠিকাদার এসোসিয়েশন বিষয়টি জানিয়েছেন। তারা লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।