Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-03-27T15:44:06Z
গোলাপগঞ্জ

নিষ্প্রাণ গোলাপগঞ্জ : সেচ্ছায় যাচ্ছে লকডাইনে

বিজ্ঞাপন


ফাহিম আহমদ, গোলাপগঞ্জ :: প্রাণঘাতী করোনা ভাইরাসে নিস্তব্ধ পুরো পৃথিবী। কবে শেষ হবে সেই নিস্তব্ধতা? সেটা কারো জানা নেই। করোনা ভাইরাস আতঙ্কে কাপছে বিশ্ব। চারিদিকে নিরবতা। মৃত্যুর মিছিল দিন দিন শুধু বেড়েই চলেছে। এই করোনা ভাইরাস মৃত্যু থেকে বাঁচতে শুরু হয়েছে কঠোর নজরদারি। বিশেষ কাজ ছাড়া কেও বাড়ির বাইরে বের না হতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অপ্রয়োজনে বাড়ির বাইরে বের হচ্ছেন না মানুষ। যেন নিষ্প্রাণ হয়ে গেছে পুরো গোলাপগঞ্জ। কবে কাটবে সেই নিরবতা? জানা নেই কারো। কবে আগের মত প্রাণ ফিরে পাবে মানুষের কোলাহলে মুখরিত সেই গোলাপগঞ্জ?

ফার্মেসি, মুদি দোকান, রেস্টুরেন্ট, কাঁচা বাজার, মাছ বাজার, খোলা থাকার কথা থাকলেও অনেকে সেগুলো বন্ধ রেখে বাড়ি থেকে বের হচ্ছেন না। আর যারা খুলতেছেন তারাও ক্রেতা শূন্য হওয়ায় বেশি সময় না থেকে বাড়িতে চলে যাচ্ছেন।

সরেজমিনে গোলাপগঞ্জের বিভিন্ন বাজার গুরো দেখা যায় এই অবস্থা। যে গোলাপগঞ্জে প্রতিদিন শতশত গাড়ি থাকতো, আজ হাতে গুনা কয়েকটি গাড়ি৷ রাস্তাঘাট ফাঁকা পড়ে রয়েছে৷ যেন সবাই প্রাণের গোলাপগঞ্জ ছেড়ে ঈদের ছুটিতে বাড়ি গেছেন। আর ঈদের ছুটি হলেও এরকম হয় না। ইতিহাসের প্রথম গোলাপগঞ্জ আজ নিষ্প্রাণ।

ফার্মেসি ব্যবসায়ী ছালিক আহমদ বলেন, ফার্মেসি খুলে বসে আছি ঠিকই তবে মানুষ না থাকায় ব্যবসা খারাপ। মানুষ আতঙ্কে ঘর থেকে বের হচ্ছেন না। আমি জীবনে এমন গোলাপগঞ্জ আগে কখনো দেখি নি।

কাঁচামাল ব্যবসায়ী কবির আহমদ বলেন, করোনা ভাইরাসের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। মানুষ নেই। যারা আসেন তারা মনে হয় বাজার দেখতে এসেছেন। কবে যে আগের মত ব্যবসা হবে জানি না।

গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ বলেন, আমরা সরকারের নির্দেশনা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় দোকানপাট ছাড়া বাকি সব কিছু বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। যে সকল ডাক্তাররা এই সময়ে চেম্বার বন্ধ করে পালিয়েছেন। তাদেরকে আসার জন্য বলেছি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ