বিজ্ঞাপন
গোলাপগঞ্জ প্রতিনিধি :: বিশ্বব্যাপী মহামারী রুপ ধারণ করেছে নোভেল করোনা ভাইরাস। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃতের সংখ্যা। করোনা ভাইরাস এড়াতে বিশ্বব্যাপী জনসচেতনতা জোড়ধার করা হয়েছে। সিলেটের গোলাপগঞ্জে পৌরসভার উদ্যোগে সরকারের নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে স্হানীয় বাজার সমূহ বন্ধ রাখার জন্য মাইকিং করা হয়েছে। রবিবার (২২মার্চ) সন্ধ্যা ৭টায় পৌর এলাকায় এই মাইকিং করা হয়৷
মাইকিং এ বলা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান খোলা থাকবে। ফার্মেসী/ঔষধের দোকান খোলা থাকবে। রেস্টুরেন্ট সমূহ খোলা থাকবে তবে রেস্টুরেন্টে কেও বসে খেতে পারবেন না। খাবার কিনে নিয়ে যেতে হবে। চায়ের দোকানে বা রেস্টুরেন্টে বা অন্য কোথাও টেলিভিশন চালিয়ে গণজমায়েত করা যাবে না। কোন অবস্হাতেই গুজব ছড়ানো যাবে না। সকল জনসাধারণকে করোনা ভাইরাস এড়াতে সরকারের নির্দেশনা মেনে চলার জন্য বলা হচ্ছে। সেই সাথে গোলাপগঞ্জ বাজারে সকল ব্যবসায়ীবৃন্দকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল জানান, আমরা করোনা ভাইরাস এড়াতে গোলাপগঞ্জে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে দোকান পাট বন্ধ রাখার জন্য মাইকিং করিয়েছি। করোনা ভাইরাস এড়াতে সকলের সচেতনতা প্রয়োজন।