Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-03-18T20:12:00Z
বিয়ানীবাজার

বিয়ানীবাজারে সরকারি নিষেধাজ্ঞা অমাণ্য করে চলছে কোচিং সেন্টার

বিজ্ঞাপন


জি ভয়েস ডেস্ক:: দেশে করোনা শংকায় শিশুদের জীবন রক্ষায় সরকারিভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল কোচিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে তা প্রশংসা কুড়িয়েছে অভিভাবক মহলের। কিন্ত মন্ত্রণালয়ের সেই আদেশ মানছেন না বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার কোচিং সেন্টারগুলোর শিক্ষকরা। এসব কোচিং সেন্টার খোলা রেখে নিয়মিত ক্লাস পরিচালনা করছেন তারা। তবে এসব ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে না। বিষয়টি নিয়ে উদাসীন উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ মার্চ) সকালে পৌরশহরের ইনার কলেজ রোড, টিএন্ডটি রোড, পোস্ট অফিস রোডের বেশ কয়েকটি কোচিং সেন্টার ঘুরে দেখা যায়, করোনা শঙ্কায় উপজেলার সবকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও চালু রয়েছে এ কোচিং সেন্টারগুলো। কোচিং সেন্টার চালু থাকার বিষয়টি জানাজানি হয়ে যায় স্থানীয় সংবাদকর্মীদের মাঝে। সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে দ্রুত শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেন বাড়ি চলে যান কোচিং সেন্টারগুলোর শিক্ষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী জানান, কোচিং সেন্টারের স্যারেরা বলেছেন করোনা ব্যধি আসলে বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেলেও বিয়ানীবাজারে এর প্রভাব পড়বে না। তাই আমরা ক্লাস করতে এসেছে। তবে কোচিং সেন্টারগুলোর শিক্ষকরা বলছেন, আজকেই শেষ ক্লাস করে অনির্দিষ্টকালের জন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে দেয়া হয়েছে। পরবর্তীতে সরকারি নির্দেশ না আসা পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।

এদিকে, কোচিং সেন্টারগুলোর এমন দৃশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন পৌর এলাকার সচেতন মহল ও অভিভাবকরা। করোনা নিয়ে যেখানে খোদ শিক্ষকরা সচেতন হওয়ার কথা, সেখানে তাদের এমন কান্ডে আমরা বিস্মিত। অভিভাবকরা দ্রুত এসব বিষয়ে প্রশাসনের পদক্ষেপ কামনা করেছেন। ব্যবসায়ী ময়নুল ইসলাম বলেন, কলেজ রোডে দোকান হওয়ায় সকাল থেকে শিক্ষার্থীদের দল বেঁধে চলাফেরা করতে দেখেছি। স্কুল-কলেজ বন্ধু থাকলেও এতো শিক্ষার্থী সকালে বাজারে কেন নিজের এ প্রশ্নের উত্তোর খোঁজতে পাশের ভবনে ছুটে যায়। সেখানে কোচিং সেন্টার খোলা এবং শিক্ষক-শিক্ষার্থীরাও রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বলেন, বিষয়টি শোনেছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ