বিজ্ঞাপন
জিভি২৪ ডেস্ক: করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কায় সিলেটের গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ঐতিহ্যবাহী বারনী মেলা (শ্রী চৈতন্য দেবের মন্দিরের চৈত্র মাসের মেলা) বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ধর্মীয় রীতিনীতি পালনে কোন বাঁধা থাকবেনা বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় মন্দিরে ‘গোলাপগঞ্জ উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি’র এক বৈঠতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ঢাকাদক্ষিণ ইউপি চেয়ারম্যান এস এম রহিম, মন্দিরের সেবায়েত শ্রী রাধা মিশ্র, ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ইউপি সদস্য সেলিম আহমদ প্রমুখ।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান বলেন, লোক সমাগমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। সকলের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।