Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-03-19T10:21:43Z
বিয়ানীবাজার

করোনা আতঙ্কে বিয়ানীবাজারে হুট করে বেড়েছে চাল ও পেঁয়াজের দাম

বিজ্ঞাপন

জিভয়েজ২৪ ডেস্কঃ করোনা ভাইরাস আতঙ্কে বিয়ানীবাজারে নিত্যপণ্যসহ হঠাৎ করে চাল বিক্রির বেড়ে গেছে। পৌরশহরসহ উপজেলার বিভিন্ন এলাকার হাট-বাজারের চালের দোকানগুলোতে চাল ও নিত্যপণ্য কিনতে ভিড় করতে দেখা গেছে ক্রেতাদের। এতে অতি উৎসাহী ক্রেতাদের অযৌক্তিক বাড়তি কেনাকাটার সুযোগে অতি মুনাফা তুলছেন একশ্রেণির ব্যবসায়ী। ভুক্তভোগিদের দাবি, বাজার মনিটরিংয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুনজর না থাকায় কতিপয় অসাধু ব্যবসায়ীরা এমন পরিস্থিতি সৃষ্টি করছেন।

বুধবার (১৮ মার্চ) বিকালে পৌরশহরের চাল ও নিত্যপণ্যের দোকান ঘুরে দেখা যায়, চালসহ নিত্যপণ্যের বাঁজারে কোন সংকট না থাকলেও হঠাৎ করে চাল, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন ধরনের নিত্যপণ্য বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে সবকটি দোকানে নির্দিষ্ট দামে নয়, একেক দোকানে বিক্রেতারা একেক দামেই নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করছেন বিক্রি করছেন।

কয়েকজন ক্রেতার সাথে আলাপ করলে তারা জানান, বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের কারণে দোকানপাট বন্ধ করা হয়েছে। বাংলাদেশেও যেকোন সময় দোকানপাট বন্ধ হয়ে যেতে পারে। সেজন্য আগেভাগেই চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিচ্ছেন তারা। অন্যদিকে, হানিফ ইফতেখার নামের আরেক ক্রেতা জানান, বাজারে এসে প্রতি কেজি পেঁয়াজ ও রসুন ২০ থেকে ৩০ টাকা বেশি দাম দিয়ে কিনেছেন তিনি।

তবে বিক্রেতারা দাবি করেছেন, চালসহ নিত্যপণ্যের বাজারদর স্বাভাবিক রয়েছে। বুধবার বিকাল থেকে হঠাৎ করে কিছু ক্রেতা অতিরিক্ত চাল কিনতে শুরু করেছেন। এর ফলে পাইকারি বাজারে বাড়তি চাহিদায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এটা স্থায়ী হবে না। বাজারে চাহিদা কমে গেলে দাম স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুবের মুঠোফোন নম্বরে কল দিলেও সংযোগ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ