Advertisement (Custom)

বিজ্ঞাপন
প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২০
সর্বশেষ সংষ্করণ 2020-03-27T16:16:59Z
গোলাপগঞ্জ

গোলাপগঞ্জের ফুটপাতে মাস্কের জমজমাট ব্যবসা : ক্রেতাদের ভীড়

বিজ্ঞাপন

গোলাপগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে বিশ্ব। করোনাভাইরাস থেকে বাঁচতে সিলেটের গোলাপগঞ্জের বৈটিকর বাজারে ভ্রাম্যমাণ দোকানেও চলছে মাস্কের ব্যবসা। যাদের মাস্ক নেই তারা অতি আগ্রহের সাথে মাস্ক কিনতেছেন। শুক্রবার (২৭মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বৈটিকর বাজারে গিয়ে দেখা যায় একটি ভ্যানে করে ফকির আলী নামে একজন মাস্ক বিক্রি করতেছেন। আর মাস্ক কিনতে ভীড় করেছেন ক্রেতারা।

এরকম উপজেলার বেশ কয়েকটি দোকানে দেখা যায় মাস্কের সারি। ২০টাকা থেকে শুরু করে ১০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে মাস্ক। করোনাভাইরাস থেকে বাঁচতে, বাইরে বের হলে আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচতে যাদের মাস্ক নেই তাদেরকে আগ্রহের সাথে কিনতে দেখা গেছে।

মাস্ক কিনতে আসা নাসিম বলেন, করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক কিনছি। এটা এখন সবার জন্য জরুরি।

আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার মাস্ক ছিল না। এখানে দেখলাম মাস্ক বিক্রি হচ্ছে তাই কিনলাম। আর বাইরে মাস্ক ছাড়া বের হলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতের মার খেতে হয়।

মাস্ক বিক্রেতা ফকির আলী বলেন, আমি আগে এই ভ্যানে করে চটপটির ব্যবসা করতাম। এখন চটপটির ব্যবসা কম। দেখলাম করোনা ভাইরাস থেকে বাঁচতে সবার মাস্ক জরুরি। তাই মাস্কের ব্যবসা শুরু করেছি।
বিজ্ঞাপন

জনপ্রিয় সংবাদ